টেক্সাসে এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে ২১ কিশোর আহত

মুনা নিউজ ডেস্ক | ৯ জুন ২০২৩ ০৯:১৫

টেক্সাসে এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে ২১ কিশোর আহত : সংগৃহীত ছবি টেক্সাসে এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে ২১ কিশোর আহত : সংগৃহীত ছবি

 


যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি কাঠের এলিভেটেড ওয়াকওয়ে ভেঙে পড়ে অন্তত ২১ জন আহত হয়েছেন। তাদের সবাই কিশোর। দুর্ঘটনায় আহত কিশোররা সবাই ১৪ থেকে ১৮ বছর বয়সী।

৮ জুন, বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।

শহরের কর্মকর্তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, স্থানীয় সময় দুপুর ১টায় এলিভেটেড ওয়াকওয়েতে ধসের কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনার কারণ এখনও তদন্তাধীন বলে জানিয়েছেন তারা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের সার্ফসাইড বিচের একটি পার্কে উঁচু ওয়াকওয়ের কিছু অংশ ধসে পড়ে। এতে ২১ কিশোর আহত হন।

 

 

শহরের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে পাঁচ কিশোরকে আকাশ পথে এবং অন্য ১৬ জনকে সড়ক পথে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহত কিশোরদের মধ্যে কেউই প্রাণঘাতী আঘাত পায়নি।

রয়টার্স আরও জানিয়েছে, হিউস্টনের বাইরে সাইপ্রেস ও টমবল থেকে এবং সান আন্তোনিওর বাইরে স্প্রিং ব্রাঞ্চ থেকে তারা এখানে ঘুরতে এসেছিল। তারা মূলত বায়উ সিটি ফেলোশিপ পরিচালিত গ্রীষ্মকালীন শিবিরের অংশ হিসাবে সেখানে গিয়েছিল।

স্টাহলম্যান পার্কটি সমুদ্র সৈকত এবং মেক্সিকো উপসাগরের দৃশ্য উপভোগের সুযোগ সম্বলিত সমুদ্রতীরবর্তী বিনোদন এলাকা।

 

সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: