ফ্লোরিডা অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হেলেন’ তাণ্ডব চালানোর পর এবার বিরল ব্যাকটেরিয়ার সংক্রমণে ১৩ জনের প্রাণ গেল। ‘মাংসখেকো’ এই ব্যাক্টেরিয়ার নাম ভিব্রিও ভালনিফিকাস। চলতি বছর যুক্তরাষ্ট্রে এই ব্যাকটেরিয়া সংক্রমণের ৭৪টি কেস পাওয়া গেছে।
ফ্লোরিডার স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে। তারা বলছে, সাধারণত উষ্ণ উপকূলীয় পানিতে ভিব্রিও ব্যাকটেরিয়া পাওয়া যায়। পানি পান বা খোলা অঙ্গ দূষিত পানির সংস্পর্শে আসলে, আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। লোনা পরিবেশে ভারি বৃষ্টিপাত ও বন্যার পরে এই ব্যাকটেরিয়াগুলোর ঘনত্ব বাড়তে পারে।
এক প্রতিবেদনে জানানো হয়, একবার আক্রান্ত হলে ভিব্রিও ভলনিফিকাস ব্যাকটেরিয়াগুলো মানবদেহের ত্বক ও নরম টিস্যু ভেঙে ফেলতে পারে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে সংক্রামিত অঙ্গটি কেটেও ফেলতে হতে পারে। যদিও সংক্রমণ আরও বেশি মারাত্মক হয়ে থাকে।
সম্প্রতি ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন হেলেনের প্রভাবে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া নতুন করে সংক্রমণ ঘটায় বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ। যদিও ২০২৩ সালেও ৪৬টি কেস পাওয়া যায় এবং মৃত্যু হয়েছিল ১১ জনের। এছাড়া ২০২২ সালে আক্রান্ত হয় ৭৪ জন এবং মৃত্যু হয় ১৭ জনের।
ভিব্রিও ভলনিফিকাস ব্যাকটেরিয়ার প্রভাবে ক্ষত সৃষ্টির পাশাপাশি চারপাশের মাংস মারা যায়। গুরুতর সংক্রমণের বর্ণনা করতে এটিকে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া হিসেবে উল্লেখ করা হয়
আপনার মূল্যবান মতামত দিন: