উপসাগরীয় অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

মুনা নিউজ ডেস্ক | ৮ জুন ২০২৩ ২৩:৫২

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

 

আরব জোটের দ্রুত পরিবর্তনের এই সময়েও যুক্তরাষ্ট্র তার উপসাগরীয় অংশীদারদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। সৌদি আরবে বুধবার উপসাগরীয় কূটনীতিকদের এ কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলোচনার পর রিয়াদে জিসিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্লিঙ্কেন বক্তব্য রাখেন।
কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে ইউএস-জিসিসি মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনে ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আছে বলেই আমরা আপনাদের সবার সঙ্গে অংশীদারিত্বে গভীরভাবে বিনিয়োগ করছি।’
ইয়েমেন, সুদান, সিরিয়া এবং ফিলিস্তিন অঞ্চলের সংঘাতসহ বুধবারের বৈঠকের আলোচ্যসূচিতে গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলো প্রাধান্য পায়।

ব্লিঙ্কেন জিসিসি মন্ত্রীদের বলেন, ‘আমরা সবাই মিলে ইয়েমেনের সংঘাতের সমাধানের জন্য কাজ করছি। এ ছাড়া ইরানের অস্থিতিশীল আচরণের (আন্তর্জাতিক জলসীমায় ট্যাঙ্কার আটক) বিরুদ্ধেও আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে।’
তিনি বলেন, ‘সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধান খুঁজে পেতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এমন একটা সমাধান যা সিরীয় জনগণের আশা-আকাঙ্খা পূরণ করে।’

বৈঠকের আগে ব্লিঙ্কেন প্রিন্স ফয়সালের সঙ্গে একান্ত আলাপ করেন। এর আগে তিন দিনের সফরের শুরুতে মঙ্গলবার জেদ্দায় পৌঁছানোর পর ব্লিঙ্কেন মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন।

ব্লিঙ্কেন বলেন, ‘গ্লোবাল কোয়ালিশনের মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলা, ইয়েমেনে শান্তি অর্জন এবং অর্থনৈতিক ও বৈজ্ঞানিক সহযোগিতাকে গভীর করাসহ বিভিন্ন ইস্যুতে আমাদের আলোচনা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: