ইরানের তেলখাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

মুনা নিউজ ডেস্ক | ১২ অক্টোবর ২০২৪ ১৯:৩৪

গ্রাফিক্স গ্রাফিক্স

ইসরায়েল এক বছর যাবৎ গাজায় তান্ডব চালিয়ে গাজাকে পরিণত করেছে ধ্বংসস্তূপ ও মৃত্যু উপত্যকায়। দেশটির এখন নতুন শিকার লেবানন। একের পর এক হত্যা করে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ নেতা ও কমান্ডারদেরও। তেহরান এর জবাবে তেলআবিবকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। আর ঠিক এ কারণে উপসাগরীয় দেশটির তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা।

দুইটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, যেসব কোম্পানি ও বাহন ইরানের তেল ব্যবসায় ও পরিবহনের সঙ্গে জড়িত সেগুলোর ওপর নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করে।

গত ১ অক্টোবর ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান।

ওয়াশিংটন জানিয়েছে, শুক্রবারের পদক্ষেপগুলো ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল শিল্পগুলোকে এমন খাতের তালিকায় যুক্ত করেছে, যা তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচিতে অর্থায়নের জন্য ব্যবহার করে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের সুযোগ তৈরি করে দিল।



আপনার মূল্যবান মতামত দিন: