বাণিজ্য সম্পর্কের বড় অপব্যবহারকারী ভারত : ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৯

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগামী সপ্তাহে দেখা করার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ভারতের সমালোচনা করলেও, মোদির প্রশংসা করেছেন তিনি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার মিশিগানে এক প্রচারণা অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন। 
 
সাবেক এ প্রেসিডেন্ট বলেন,  ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যের খুব বড় অপব্যবহারকারী। কিন্তু মোদি অসাধারণ।
 
ট্রাম্প আরও বলেন, ‘তিনি (মোদি) সামনের সপ্তাহে আমার সঙ্গে দেখা করতে আসছেন।’ তবে বৈঠকটি কোথায় হবে সে সম্পর্কে আর কোনো তথ্য জানাননি তিনি।  
 
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি প্রকাশ করলেও, ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেনি।
 
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি কোয়াড সামিটে অংশ নেবেন এবং নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট ফর দ্য ফিউচার' শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন। 
 
প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে ডেলাওয়্যারের উইলমিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন হবে চতুর্থ কোয়াড লিডারস সামিট। এছাড়া আগামী ২২ সেপ্টেম্বর, রোববার নিউইয়র্কে ভারতীয়দের উদ্দেশেও ভাষণ দেয়ার কথা রয়েছে মোদির
 


আপনার মূল্যবান মতামত দিন: