‘গাজায় ইসরায়েলের নয়, আমেরিকার যুদ্ধ চলছে : প্রেসিডেন্ট প্রার্থী

মুনা নিউজ ডেস্ক | ৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৫৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী ড. জিল স্টেইন মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে বোমা ফাটানো বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করে বলেন, ‘গাজায় ইসরায়েলের যুদ্ধ আসলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ। আমরা এই যুদ্ধের দায়িত্বে আছি, চোখের পলকেই আমরা এটিকে বন্ধ করতে পারি ‘

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দ্য রে হানানিয়া রেডিওতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ড. স্টেইন বলেন, ‘করদাতাদের অর্থ গাজায় ইসরায়েলের যুদ্ধে অর্থায়নের ফলে আমেরিকানরা অনেক প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ইসরায়েলকে ৮০ শতাংশ অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। নারী, শিশু ও নিরপরাধ বেসামরিক মানুষ হত্যায় যেসব অস্ত্র ব্যবহার করা হচ্ছে, তার অধিকাংশই আমেরিকার তৈরি। তেল আবিবকে আমরা অর্থ, সামরিক সহায়তা, কূটনৈতিক সুরক্ষা এবং গোয়েন্দা তথ্যও দিচ্ছি। সুতরাং এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’

ড. স্টেইন গাজায় চলমান সহিংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ভোটারদের এ ‘গণহত্যাকে’ সমর্থন করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘গাজায় এখন যা ঘটছে তার চেয়ে ভয়াবহ আর কিছু হতে পারে না। কারণ এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে শিশু ও নিরাপরাধ মানুষ হত্যার বিষয়টিকে স্বাভাবিক বানিয়ে ফেলেছে।’

ইহুদি বংশোদ্ভূত এই আমেরিকান রাজনীতিবিদ বলেন, ‘নেতানিয়াহুকে সমর্থন করে আমরা ইসরায়েলের প্রতিবেশীদেরও ইসরায়েলের বিরুদ্ধে উসকে দিচ্ছি। যেসব দেশের সঙ্গে ইসরায়েলের চুক্তি রয়েছে, সেসব দেশে বিশেষ করে মিশর ও জর্ডানেও এই চুক্তি অবসানের দাবিতে বিক্ষোভ হয়েছে।’

তিনি দাবি করেন, তার প্রার্থিতা ও গ্রিন পার্টির জন্য দেওয়া প্রতিটি ভোট কেবল গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে নয়, সারা বিশ্বের অন্যান্য সংঘাতেরও অবসান ঘটাতে সাহায্য করতে পারে।

উল্লেখ্য, ড. জিল স্টেইন ইসরায়েল, ফিলিস্তিন এবং দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করেন। তবে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী সরকারকে তিনি ‘ফ্যাসিবাদী সরকার’ বলে অভিহিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: