জনপ্রিয়তায় কমলা হ্যারিস এগিয়ে: জরিপ

মুনা নিউজ ডেস্ক | ১ আগস্ট ২০২৪ ০৮:৪৮

ফাইল ছবি ফাইল ছবি

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা প্রত্যাহার করার পর আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন-দৌড়ে সামনে চলে আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা। ডেমোক্র্যাটদলীয় সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসের জনপ্রিয়তা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে। নতুন এক জরিপ থেকে জানা গেছে এ তথ্য। অর্থাৎ, দুদলের মধ্যে ব্যবধান কমছে।

প্রার্থিতা প্রত্যাহারের আগের কয়েক সপ্তাহে জনমত জরিপে ট্রাম্পের চেয়ে পিছিয়ে ছিলেন বাইডেন। তবে কমলা এরই মধ্যে ট্রাম্পকে টপকে গেছেন। ৩ দশমিক ৫ শতাংশ ভুলের মার্জিন আমলে রেখে জরিপের এই ফলাফল এসেছে।

সর্বশেষ জরিপটি চলে তিন দিন ধরে। গত রোববার ছিল জরিপের শেষ দিন। ফলাফলে দেখা যায়, ভাইস প্রেসিডেন্ট কমলা ৪৩ শতাংশ নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৪২ শতাংশ সমর্থন। অর্থাৎ এক শতাংশ পয়েন্ট ব্যবধানে কমলা এগিয়ে গেছেন।

গত সপ্তাহের জরিপেও কমলা এগিয়ে ছিলেন। কমলা ও ট্রাম্প যথাক্রমে ৪৪ ও ৪২ শতাংশ সমর্থন পেয়েছিলেন।

বয়সের কারণে পার্টির ভেতর থেকেই চাপের মুখে এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান ৮১ বছর বয়সী বাইডেন। সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার সময় তিনি নিজের ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি সমর্থন জানিয়ে যান।

গত ১০ দিনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নিজের অবস্থান সুসংহত করেছেন কমলা। অনুদান ও প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনুমোদনের ঢেউয়ে ভাসছেন তিনি। সামগ্রিকভাবে, গত মাস থেকেই ভোটারদের পছন্দের তালিকায় উঠে আসতে শুরু করেন কমলা।

সর্বশেষ জরিপে দেখা গেছে, ৪৬ শতাংশ ভোটার কমলার ব্যাপারে ইতিবাচক। আর ৫১ শতাংশ ভোটার তাঁর ব্যাপারে নেতিবাচক। এর আগে গত ২ জুলাই প্রকাশিত জরিপের ফলাফলে দেখে গিয়েছিল, ৪০ শতাংশ ভোটার কমলার ব্যাপারে ইতিবাচক এবং ৫৭ শতাংশ ভোটার তাঁর বিষয়ে নেতিবাচক ছিলেন।

একই সময়ে ট্রাম্পের জনপ্রিয়তায় সামান্যই পরিবর্তন হয়েছে। সর্বশেষ জরিপে দেখা গেছে, ৪১ শতাংশ নিবন্ধিত ভোটার ট্রাম্পকে পছন্দ করেন, অপছন্দ করেন ৫৬ শতাংশ ভোটার।

জরিপে ভোটাররা অর্থনীতি, অভিবাসন ও অপরাধ বিষয়ে ট্রাম্পের পরিকল্পনাকে বেশি পছন্দ করছেন। আর স্বাস্থ্যসেবা বিষয়ে কমলার পরিকল্পনা তাঁদের কাছে বেশি পছন্দ।

২৬ থেকে ২৮ জুলাই অনলাইনে এ জরিপ পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রের ১ হাজার ২৫ জন নিবন্ধিত ভোটার জরিপে অংশ নেন। তাঁদের মধ্যে ৮৭৬ জন নিবন্ধিত ভোটার ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: