নির্বাচনে বাইডেনের অংশগ্রহণ নিয়ে শীর্ষ ডেমোক্র্যাটদের উদ্বেগ

মুনা নিউজ ডেস্ক | ৩ জুলাই ২০২৪ ১৬:১৯

প্রেসিডেন্ট জো বাইডেন : সংগৃহীত ছবি প্রেসিডেন্ট জো বাইডেন : সংগৃহীত ছবি

প্রথম টেলিভিশন বিতর্কের পর থেকে জো বাইডেন সমালোচনার মুখে পড়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে এবং শীর্ষ ডেমোক্র্যাটরা এখন ২০২৪ সালের নির্বাচনে তার অংশগ্রহণ নিয়ে চিন্তিত।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর বাইডেনের নির্বাচনে লড়াই করার সামর্থ্য নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কিছু ডেমোক্র্যাট ডোনার বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আর অনেক ডেমোক্র্যাট মনে করছেন, নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে হারানোর জন্য বাইডেন যথেষ্ট প্রস্তুত নন।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভের অন্তত ২৫ জন ডেমোক্র্যাট বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান করতে পারেন বলে জানা গেছে। একটি জরিপে দেখা গেছে, প্রতি তিনজন ডেমোক্র্যাটের মধ্যে একজন চাচ্ছেন বাইডেন নির্বাচন থেকে সরে যান।

২ জুলাই মঙ্গলবার লয়েড ডগেট প্রথম কংগ্রেশনাল ডেমোক্র্যাট হিসেবে বাইডেনকে সরে আসার আহ্বান জানিয়েছেন এবং অন্যদেরও একই আহ্বান জানানোর আশা প্রকাশ করেছেন।

 

সূত্র : আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন: