সম্পত্তির উইলের পরিবর্তন নিয়ে জানালেন ধনকুবের বাফেট

মুনা নিউজ ডেস্ক | ২৯ জুন ২০২৪ ১০:০০

ফাইল ছবি ফাইল ছবি

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। ৯৩ বছর বয়সী বাফেট বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের চেয়ারম্যান।ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বাফেট বলেছেন, তিনি তাঁর উইল নিয়ে নতুন করে কাজ করেছেন। এ ব্যাপারে তিনি তাঁর আগের সিদ্ধান্ত পাল্টে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন।

এই ধনকুবের চাইছেন না তাঁর মৃত্যুর পরও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অনুদান পেতে থাকুক। নতুন একটি দাতব্য সংস্থা তাঁর সম্পত্তি পাবে। সংস্থাটি তদারকি করেন বাফেটের তিন সন্তান।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বাফেট বলেন, ‘আমার মৃত্যুর পর গেটস ফাউন্ডেশনের কাছে আর কোনো অনুদান যাবে না।’

কয়েকবারই উইলে পরিবর্তন এনেছেন বলে উল্লেখ করেন বাফেট। তিনি বলেন, সন্তানদের মূল্যবোধ এবং কীভাবে তাঁরা সম্পদের বণ্টন করবে, সে ব্যাপারে তাঁর আস্থা আছে। আর এ কারণেই তিনি নতুন করে উইলে পরিবর্তন এনেছেন। বাফেটের প্রত্যেক সন্তানেরই নিজস্ব জনহিতকর সংস্থা আছে।

ওয়াল স্ট্রিট জার্নালকে বাফেট বলেন, ‘আমার তিন সন্তানের মূল্যবোধগুলো আমার কাছে খুব, খুব ভালো বলে মনে হয়। কীভাবে কী করবে, তা নিয়ে তাঁদের ওপর শতভাগ আস্থা আছে।’

এর আগে বাফেট তাঁর উইলে উল্লেখ করেছিলেন, তাঁর সম্পত্তির ৯৯ শতাংশের বেশি অংশই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং নিজের পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট চারটি দাতব্য সংস্থার জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে। ওই চারটি দাতব্য সংস্থা হলো: সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন।

অবশ্য মৃত্যুর আগপর্যন্ত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে অনুদান জুগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন বাফেট।

গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মার্ক সুজম্যান বলেন, ‘১৮ বছরের বেশি সময় ধরে অনুদান ও পরামর্শ দিয়ে ওয়ারেন বাফেট গেটস ফাউন্ডেশনের প্রতি অত্যন্ত উদারতা দেখিয়েছেন। এ পর্যন্ত উপহার ও অনুদান হিসেবে আমাদের সংস্থাকে তিনি যে ৪ হাজার ৩০০ কোটি ডলার দিলেন, তার জন্য আমরা তাঁর কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিল গেটস ও তাঁর সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের নামে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালিত হয়ে থাকে। গত মে মাসে মেলিন্ডা ঘোষণা করেন, তিনি আর এ সংস্থার সঙ্গে থাকছেন না। ৭ জুন ছিল সংস্থায় তাঁর শেষ দিন। তবে এখনো সংস্থাটি নাম পরিবর্তন করেনি।

গত বছর বাফেট তাঁর পরিবার পরিচালিত চারটি দাতব্য সংস্থাকে প্রায় ৮৭ কোটি ডলার অনুদান দিয়েছেন। আর ২০২২ সালে এ চার দাতব্য প্রতিষ্ঠানকে দিয়েছিলেন প্রায় ৭৫ কোটি ডলার।



আপনার মূল্যবান মতামত দিন: