দেউলিয়া হওয়ার পর সিলিকন ভ্যালি ব্যাংকের (এসভিবি) অন্তত ৫০০ কর্মী ছাটাই করলো ‘ফার্স্ট সিটিজেন’ নামক নতুন মালিক কোম্পানি। এর মাধ্যমে কোম্পানিটিতে কর্মরত কর্মীদের ৩ শতাংশ ছাঁটাই হয়েছে। দুই মাস আগে ব্যাংকটি দেউলিয়া হওয়ার পর সেটি কিনে নেয় নতুন এই কোম্পানি।
২৫ মে, বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।
চলতি বছরের শুরুতে ব্যাংকটি কেমন সমস্যার সম্মুখীন হয়েছিল তা নিয়ে কথা বলেন ফার্স্ট সিটিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্র্যাঙ্ক। তিনি বলেন, ‘কর্মী ছাঁটাইয়ের প্রভাব ব্যাংকটির গ্রাহকদের ওপর পড়বে না।’
তিনি আরও বলেন, ‘ভারতে সিলিকন ভ্যালির সহযোগী দলের ওপরও কোনও প্রভাব পড়বে না।’
দেশে সিলিকন ভ্যালিসহ আরও দুই ব্যাংকের পতনের পর ব্যাংকিং সংকটের আশঙ্কা তৈরী হয়। ফলে প্রায় সব ব্যাংকই এ বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করে। দেউলিয়া হওয়ার পর মাত্র ১ পাউন্ড প্রতীকী মূল্যের বিনিময়ে সিলিকন ভ্যালির যুক্তরাজ্য শাখা কিনে নেয় এইচএসবি নামক জায়ান্ট কোম্পানি।
দক্ষিণ ক্যারোলিনা রাজ্যের ব্যাংক ফার্স্ট সিটিজেন। সিলিকন ভ্যালি কিনে নেওয়ার পর বিভিন্ন দেশে চলমান এসভিবির ১৭টি শাখাও এখন ফার্স্ট সিটিজেনের অধীনে পরিচালিত হচ্ছে।
দেশের সিগনেচার ব্যাংকের পতনের পর দেউলিয়া হয় অন্যতম বড় ব্যাংক সিলিকন ভ্যালি। এদিকে ইউরোপের ক্রেডিট সুইস ব্যাংকের অবস্থাও নাজুক। টিকে থাকতে প্রতিদ্বন্দ্বী ইউএসবি ব্যাংকের কাছে সাহায্য চেয়েছে ক্রেডিট সুইস।
সূত্র: বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: