ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডিস্যান্টিস প্রার্থিতা ঘোষণা করবেন আজ

মুনা নিউজ ডেস্ক | ২৪ মে ২০২৩ ২০:৫২

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের অন্যতম শক্তিশালী প্রার্থী রন ডিস্যান্টিস আজ ২৪ মে, বুধবার প্রার্থিতা ঘোষণা করবেন। আগামী নির্বাচনে রিপাবলিকান দল থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার দৌড়ে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস তাঁর এ ঘোষণার মধ্য দিয়ে নিজ দলের আরেক নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন। ট্রাম্প গত বছরের নভেম্বরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার এ ঘোষণা দেন।

রিপাবলিকান দলে তার শক্তিশালী অবস্থান রয়েছে। এ কারণে তার প্রার্থিতা ডোনাল্ড ট্রাম্পের জন্য মারাত্মকভাবে অস্বস্তির কারণ হয়ে দেখা দেবে। ডিস্যান্টিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত করার জন্য বড় ঝুঁকি সৃষ্টি হবে। এরইমধ্যে ট্রাম্প বিভিন্ন অনুষ্ঠানে ডিস্যান্টিসকে আক্রমণ করে বক্তব্য করেছেন।

রন ডিস্যান্টিসের পরিকল্পনার ব্যাপারে অবহিত করে একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ডিস্যান্টিস আজ টুইটার আয়োজিত এক অনুষ্ঠান থেকে নিজের প্রার্থিতার ঘোষণা দেবেন। ওই অনুষ্ঠানে টুইটারের মালিক ইলন মাস্কও উপস্থিত থাকবেন। জুন মাস থেকে আর্লি ভোটিং স্টেটগুলো সফর শুরু করবেন ডিস্যান্টিস।

দীর্ঘদিন ধরে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডিস্যান্টিসের প্রার্থিতার ঘোষণা নিয়ে জল্পনা চললেও তিনি এ ব্যাপারে একেবারেই মুখ খোলেননি। ডিস্যান্টিসকে কঠোর অভিবাসন-বিরোধী রাজনীতিক বলে গণ্য করা হয়।

 

সূত্র : এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: