বাইডেনের চেয়ে ট্রাম্পের উপর ভোটারদের আস্থা বেশি : এনবিসি জরিপ

মুনা নিউজ ডেস্ক | ২২ এপ্রিল ২০২৪ ০৪:০০

জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপরই বেশি আস্থা রাখছেন ভোটাররা : সংগৃহীত ছবি জো বাইডেনের চেয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপরই বেশি আস্থা রাখছেন ভোটাররা : সংগৃহীত ছবি

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমানোর ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপরই বেশি আস্থা রাখছেন দেশের ভোটাররা। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এনবিসি নিউজের করা এক জরিপে এমনটিই দেখা গেছে। খবর সিএনবিসির।

এনবিসি নিউজ জানায়, চলতি এপ্রিল মাসের ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত দেশজুড়ে জরিপ চালিয়েছে তারা। জরিপে অংশ নিয়েছেন ১ হাজার নিবন্ধিত ভোটার।

জরিপের ফলাফলে দেখা যায়, ভোটারদের ৫২ শতাংশ ট্রাম্পের পক্ষে, অন্যদিকে বাইডেনের পক্ষে সমর্থন দিয়েছেন মাত্র ৩০ শতাংশ ভোটার। জরিপে অংশ নেওয়া নিবন্ধিত ভোটাররা বলছেন, চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের লাগাম টেনে ধরতে বাইডেনের চেয়ে ভালো পারবেন ট্রাম্প।

আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জো বাইডেন এবং বিরোধীদল রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প ছুটে বেড়াচ্ছেন রাজ্য থেকে রাজ্যে।

নির্বাচনী প্রচার সমাবেশগুলোতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের অর্থনৈতিক নীতিকে আঘাত হেনে চলেছেন। তুলে ধরছেন চলমান মূল্যস্ফীতিতে জনগণের ভোগান্তির কথা।

অন্যদিকে বাইডেন মূল্যস্ফীতি পাশ কাটিয়ে তুলে ধরছেন চাকরি বাজার, শুল্ক ও কর ইস্যুতে তার সরকারের অবদানের কথা।

সর্বশেষ বুধবার ভোটের মাঠে দৌদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত পেনসিলভানিয়ায় নিজের বক্তব্যে চীনা পণ্যে শুল্কের বিষয়টি ফোকাস করেছেন বাইডেন। তবে ভোটাররা মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় ইস্যুতে তাদের ভোগান্তির বিষয়টি যেন সহজে ভুলতে পারছেন না।

মাত্র ১১ শতাংশ উত্তরদাতা ‘চাকরি ও অর্থনীতি’কে নভেম্বরের নির্বাচনে বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন। অন্যদিকে উত্তরদাতাদের ২৩ শতাংশ বলছেন এক নম্বর সমস্যা হচ্ছে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়।

এনবিসি জরিপের ফলকে চলতি মাসের শুরুর দিকে নিউইয়র্ক টাইমস/সিয়েনা কলেজের জরিপের ফলাফলের প্রতিধ্বনি হিসেবেই দেখা হচ্ছে। ওইসব জরিপে বাইডেনের চেয়ে অনেকাংশে এগিয়ে রয়েছেন ট্রাম্প।



আপনার মূল্যবান মতামত দিন: