ইরানে হামলা চালালে ইসরাইলকে পূর্ণ সমর্থন দেবে বাইডেন

মুনা নিউজ ডেস্ক | ১১ এপ্রিল ২০২৪ ১৮:৪৭

ফাইল ছবি ফাইল ছবি

১০ দিন আগে ইসরায়েল সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালালে হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে তেহরান। এমন শঙ্কার মধ্যে ইসরাইলকে ‘লৌহদৃঢ়’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

১ এপ্রিল সিরিয়ার রাজধানীতে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে শীর্ষস্থানীয় ইরানি ১৩ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ইসরাইল। নিহতদের মধ্যে ইরানের দুই ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করেছে এক আন্তর্জাতিক গণমাধ্যম। তেহরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কার মধ্যে ইসরাইলকে ‘লোহার মতো দৃঢ়’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি সতর্ক করে বলেছেন, দশ দিন আগে ইসরাইল সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার পর তেহরান ‘ব্যাপক আক্রমণের’ হুমকি দিচ্ছে।ইসরাইলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা যা যা করতে পারি, সেটাই করব।

বুধবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাশে নিয়ে এসব কথা বলেন প্রেসিডেন্ট।

একইদিন এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা ইরানে হামলার সমতুল্য। যখন তারা আমাদের কনসুলেট এলাকায় হামলা চালায়, তা আমাদের ভূখণ্ডে হামলা চালানোর মতো। ওই শয়তান সরকারকে অবশ্যই শাস্তি দিতে হবে আর শাস্তি তারা পাবে।

ইসরাইল এ হামলার দায় স্বীকার না করলেও তারাই এর পেছনে ছিল বলে ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে।

ওই হামলার পর থেকে ইসরাইলি বাহিনী ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় আছে।



আপনার মূল্যবান মতামত দিন: