ফ্লোরিডার সৈকতে আটকে গেছে ৭০ ফুট লম্বা তিমি

মুনা নিউজ ডেস্ক | ১১ মার্চ ২০২৪ ০৮:৫৫

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ফ্লোরিডার সৈকতে বালুতে আটকে গেছে বিশাল এক স্পার্ম তিমি। লম্বায় ৭০ ফুটের বিশালাকৃতির তিমিটি ১০ মার্চ রবিবার আটকা পড়ে। তিমিটিকে সাগরে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। খবর এবিসি নিউজের।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লোরিডার থাম্পা শহরের প্রায় ৭৫ মাইল দক্ষিণে ভেনিস বিচের একটি বালুর চরায় স্পার্ম তিমিটি আটকে যায়।

ভেনিস পুলিশ বিভাগ ফেসবুক পোস্টে বলেছে, ৭০ ফুট (২১ মিটার) তিমিটি এখনও বেঁচে আছে। এটি সার্ভিস ক্লাব পার্ক থেকে প্রায় ৫০ গজ দূরে একটি বালির চরায় আটকে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ আটকে থাকা তিমিটিকে সাগরে নেমে যেতে সহায়তায় কাজ করছে। ভেনিসের সারাসোটা কাউন্টি শেরিফ অফিস ও মোটি মেরিন ল্যাবরেটরির কর্মীরা মিলে কাজটি করছে।

কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে তিমির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তিমিটিকে নেমে যাওয়ার জন্য পাশ দিয়ে একটি চ্যানেল তৈরির চেষ্টা করছে।

তিমিটি ঠিক কীভাবে সৈকতের বালুচরায় এসে আটকা পড়লো, সেটি জানাতে পারেনি কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: