সংগৃহীত ছবি
ঘন কুয়াশার কারণে যুক্তরাষ্ট্রের রানডাউন থেকে ছিটকে গেলো বিমান। ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ফ্রেডরিক ডগলাস গ্রেটার রোচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এ ঘটনা। খবর ফক্স নিউজের।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে ৫০ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন। তবে এ ঘটনায় কেউই আহত হয়নি। বর্তমানে আমেরিকান এয়ারলাইন্সের বিমানটির সেবা বন্ধ রয়েছে। কোনো ত্রুটি ছিলো কিনা তা খুঁজতে চলছে পরীক্ষা-নিরীক্ষা।
কর্তৃপক্ষ জানায়, ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে নিউইয়র্কের রোচেস্টারে অবতরণের পর ট্যাক্সিওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। মূল রানওয়েতে নিরাপদে অবতরণ করলেও এরপর বিমানটি ট্যাক্সিওয়ে থেকে পিছলে পড়ে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: