ফাইল ছবি
সাম্প্রতিক সময়ে পাকিস্তান, ইরাক ও সিরিয়ায় চালানো ইরানের হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ নিন্দা জানিয়েছেন।
যদিও তেহরান দাবি করে আসছে, তাদের এসব হামলা ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী’গুলোর বিরুদ্ধে চালানো হয়েছে।
ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, ‘আমরা দেখেছি, ইরান গত কয়েক দিনে তার প্রতিবেশী তিনটি দেশের সার্বভৌম সীমান্ত লঙ্ঘন করেছে। সুতরাং আমরা ওই সব হামলার নিন্দা জানাই।’
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: