আমেরিকান চন্দ্রযান পেরিগ্রিনের অভিযান কারিগরি ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে : সংগৃহীত ছবি
চাঁদের উদ্দেশে যাত্রা করা প্রথম বেসরকারি আমেরিকান চন্দ্রযান পেরিগ্রিনের অভিযান কারিগরি ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে। এর ফলে পাঁচ দশকেরও বেশি সময় পর চন্দ্রপৃষ্ঠে যুক্তরাষ্ট্রের মহাকাশযান স্থাপনের স্বপ্ন বড় ধরনের ধাক্কা খেল।
ল্যান্ডার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রোবটিক জানিয়েছে, ল্যান্ডারের প্রপালশন সিস্টেমে ত্রুটির কারণে পেরিগ্রিনের সোলার প্যানেল সূর্যের দিকে তাক করা যায়নি। ফলে ল্যান্ডারের ব্যাটারি বন্ধ হয়ে যায়।
যদিও প্রকৌশলীরা মহাকাশযানটিকে সঠিক দিকে তাক করার এবং ব্যাটারি সচল রাখার চেষ্টা করেছেন।
সূত্র : এএফপি
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: