আরব উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

মুনা নিউজ ডেস্ক | ১৩ মে ২০২৩ ২০:৪৬

সংগৃহিত ছবি সংগৃহিত ছবি


আরব উপসাগরে বাণিজ্যিক জাহাজের হুমকি বৃদ্ধির কারণে অঞ্চলটিতে সামরিক উপস্থিতি শক্তিশালী করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ গ্রহণ করবে। এগুলোর মাধ্যমে আরব উপসাগরে আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

১২ মে শুক্রবার এক সংবাদ সম্মেলনে জন কিরবি বলেন, ইরানের পক্ষ থেকে বারবার হুমকি প্রত্যক্ষ করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক জলসীমায় নৌযান চলাচলের অধিকারের চর্চায় থাকা বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ চালিয়েছে তেহরান। হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যের জলসীমায় কোনো বিদেশি শক্তিকে নৌযান চলাচলকে বিঘ্ন সৃষ্টি করতে দেবে না ওয়াশিংটন। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড নতুন মোতায়েনের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।

২০১৯ সালের পর থেকে উপসাগরীয় জলসীমায় ইরান কর্তৃক বাণিজ্যিক জাহাজ জব্দ বা হামলার ঘটনা বেড়েছে। গত সপ্তাহে উপসাগরীয় জলসীমায় দ্বিতীয় তেলবাহী ট্যাংকার জব্দ করে ইরান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাংকার দুটির মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

৩ মে বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম বহর বলেছিল, পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাংকার নিওভিকে জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হরমুজ প্রণালি অতিক্রমের সময় এটিকে জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: