যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৪

মুনা নিউজডেস্ক | ৮ ডিসেম্বর ২০২৩ ০০:৫২

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে এক বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও একজন আহত হয়। পরে হামলাকারী নিজেও নিহত হয়।

বুধবার এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক প্রেস ব্রিফিংয়ে জানায়।

পুলিশ বন্দুকধারীর পরিচয় প্রকাশ করেনি। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। এছাড়া সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।


লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ঘটনার সময় আরো বেশ কয়েকজন আতঙ্কিত আক্রমণের শিকার হয়েছিল।

তিনি আরো বলেন, মানুষের জন্য এখন আর কোনো হুমকি নেই। তবে ইউনিভার্সিটি অব নেভাদা, লাস ভেগাসের প্রধান ক্যাম্পাস এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখাগুলো ‘অনেক সতর্কতার কারণে’ এক দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: