আবারও বৈঠকে বসছেন শি জিনপিং-বাইডেন

মুনা নিউজ ডেস্ক | ২১ নভেম্বর ২০২৩ ১৫:৩১

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট জো বাইডেন : সংগৃহীত ছবি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট জো বাইডেন : সংগৃহীত ছবি

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান-ফ্রান্সিসকোতে মুখোমুখি হন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বৈঠক থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছিল। এরপর দ্রুতই এই দুই নেতার নতুন বৈঠকের ঘোষণা এলো।২০ নভেম্বর, সোমবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ খবর দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধান পরস্পরের সঙ্গে আবারও বৈঠকে বসার ব্যাপারে রাজি হয়েছেন। কিন্তু কবে তারা দেখা করবেন তা এখনও নিশ্চিত নয়। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সামরিক ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি নিয়েই আবারও আলোচনা হতে পারে এই দুই নেতার  মধ্যে।

হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, দুই নেতাই রাজি হয়েছেন ফের মিটিংয়ে বসার ব্যাপারে। কিন্তু কবে তারা মিটিংয়ে বসবেন তা নিয়ে কোনও তারিখ চূড়ান্ত হয়নি।

এর আগে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন সামিটে দেখা হয়েছিল শি জিনপিং ও বাইডেনের। সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে সম্পর্কের বরফ গলানোর চেষ্টা হয়।

সূত্র : রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: