বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

প্রভাতফেরী | ১৮ অক্টোবর ২০২৩ ০৮:৪০

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত


গাজার একটি হাসপাতালে গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েলি বিমান হামলার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। আজ বুধবার ইসরায়েল সফর করার কথা জো বাইডেনের। এ সফর শেষে জর্ডানের রাজধানী আম্মানে বাদশাহ আবদুল্লাহ, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে তাঁর বৈঠকের কথা ছিল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে জর্ডান জানিয়ে দিয়েছে, বাইডেনের সঙ্গে তিন আরব নেতার বৈঠক আর হচ্ছে না।


গাজার হাসপাতালে হামলার প্রতিবাদে জর্ডান বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছে।
জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ‘জো বাইডেনের সঙ্গে গাজা নিয়ে আলোচনার জন্য আম্মানে আয়োজিত শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে।’ জর্ডানের আগে ওই বৈঠক বাতিলের কথা জানিয়েছেন ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

হামাসের অভিযোগ, মঙ্গলবার রাতের ওই হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন।


তবে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এ ঘটনার কারণ জানা যায়নি। সেনাবাহিনী বিস্তারিত খতিয়ে দেখছে।
হামলার শিকার হাসপাতালটিতে ইসরায়েলের হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া বাস্তুচ্যুত হওয়া অনেক ফিলিস্তিনিও সেখানে আশ্রয় নিয়েছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ।


হামাসের গণমাধ্যম দপ্তর ইসরায়েলের এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। আল জাজিরা জানিয়েছে, হামলার পর সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: