তুরস্ক ও সিরিয়াকে সাহায্য করতে চান প্রেসিডেন্ট বাইডেন

মুনা নিউজ ডেস্ক | ৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:২৬

প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন

 

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কীভাবে সহায়তা করা যায়, তা নিরূপণ করতে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্পের সময় দুই দেশের মানুষই ঘুমে ছিলেন।

ইউএসএইড ও অন্যান্য ফেডারেল দেশগুলোকে তিনি এই নির্দেশনা দিয়েছেন।
দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক বিবৃতিতে গতকাল রোববার বিষয়টি জানিয়েছেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানায়।



আপনার মূল্যবান মতামত দিন: