প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করার প্রচেষ্টা নস্যাৎ করতে প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস

মুনা নিউজ ডেস্ক | ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন : সংগৃহীত ছবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন : সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট জো বাইডেনকে ইমপিচ করার যে পদক্ষেপ নিতে যাচ্ছে তা নস্যাৎ করার প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। এজন্য হোয়াইট হাউজের পক্ষ থেকে কয়েক ডজন সাংবাদিক ও আইনজীবীকে ভাড়া করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসন। হোয়াইট হাউজের কয়েকটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে শুক্রবার এনবিসি টেলিভিশন এ খবর দিয়েছে।

কয়েক মাস আগে থেকে কংগ্রেসে রিপাবলিকান দল প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেনের বিদেশে ব্যবসা সংক্রান্ত নানা বিষয়ে তদন্তের কথা বলে আসছে। এই তদন্তের চূড়ান্ত প্রক্রিয়ায় রিপাবলিকানরা প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করতে চায়। তবে বাইডেন প্রশাসনও রিপাবলিকানদের এই প্রক্রিয়া নস্যাৎ করে দেয়ার জন্য কয়েক মাস ধরে কাজ করছে।

হোয়াইট হাউজের একটি সূত্র এনবিসি টেলিভিশনকে বলেছে, প্রশাসনের ভেতরে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্য নিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে ইমপিচ করার প্রচেষ্টা চালাচ্ছে রিপাবলিকানরা। হোয়াইট হাউস সাংবাদিক ও আইনজীবীদের মে টিম গঠন করেছে তারা মূলত রিপাবলিকানদের ইমপিচ করার প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে।


সূত্র : পার্সটুডে



আপনার মূল্যবান মতামত দিন: