ক্রান্তীয় ঝড় ’হিলারি‘ এর মধ্যেই ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প

মুনা নিউজ ডেস্ক | ২১ আগস্ট ২০২৩ ১৮:২৭

ক্রান্তীয় ঝড় ’হিলারি‘ এর মধ্যেই ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প  : সংগৃহীত ছবি ক্রান্তীয় ঝড় ’হিলারি‘ এর মধ্যেই ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্প : সংগৃহীত ছবি


মেক্সিকোতে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ক্রান্তীয় ঝড় ‘হিলারি’। এর আগে ঝড়টি মেক্সিকো অতিক্রম করে। হিলারির কারণে বড় ধরনের হড়পা বান হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ২০ আগস্ট, রবিবার হিলারির আঘাত হানার আগমুহূর্তে ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ১। এছাড়া ঝড়ের আঘাতে দেশটিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হেনেছে ঝড় ‘হিলারি’। এর আগে রোববার স্থানীয় সময় ১১টায় ঝড়টি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ৭০ মাইল (১১৯ কিমি) বেগে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে।

গত ৮৪ বছরের মধ্যে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা প্রথম মৌসুমি ঝড় বলা হচ্ছে হিলারিকে। আবহাওয়াবিদরা একে টাইফুন বা ঘূর্ণিঝড় বলতে নারাজ। এই মৌসুমি ঝড়ের আঘাতে প্রাণঘাতী বন্যা হতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা।

শেষবার ১৯৩৯ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচে আছড়ে পড়েছিল গ্রীষ্মমন্ডলীয় ঝড়। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক অস্বাভাবিক আবহাওয়ার নানা ঘটনা যুক্তরাষ্ট্রকে বিপর্যস্ত করে তুলেছে। এছাড়া মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলও প্রভাবিত হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বিদ্যামান অবস্থাকে ‘নজিরবিহীন আবহাওয়া’ বলে মন্তব্য করেছেন। শহরটিতে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসেরও সতর্কতা জারি রয়েছে।

মেয়র কারেন বাস বলেন, জনগণের উদ্দেশে আমাদের স্পষ্ট বার্তা- নিরাপদ থাকুন, বাড়িতে থাকুন, সচেতন থাকুন। তিনি আরও বলেন, দাবানল হোক কিংবা ভূমিকম্প, লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি। ঝড়ে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক্স বার্তায় বলেন, মৌসুমি ঝড় হিলারি খুব বেশি ক্ষতি করতে পারেনি।

আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ক্যালিয়োর্নিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমি থেকে ৪ দশমিক ৮ কিলোমিটার (তিন মাইল) গভীরে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সুনামির আশঙ্কাও নেই।

 



আপনার মূল্যবান মতামত দিন: