ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশ। এর মধ্যে চারদিকে সমুদ্র বেষ্টিত মাউইতে দাবানলে ছয়জন নিহত এবং আহত হয়েছেন আরও অনেক।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানায়।
মাউই কাউন্টির মেয়র রিচার্ড মিসেন ছয়জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও কমপক্ষে ২০ জন আহত হয়েছে, যার মধ্যে একজন ফায়ার ফাইটার রয়েছে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ দাবালনে হাওয়াইয়ে বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্ধ হয়ে গেছে মোবাইল পরিষেবাও। যার কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে।
কর্মকর্তারা বলছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।
ভয়াবহ দাবানলে পুড়ছে হাওয়াই দ্বীপ
হাওয়াইয়ের দাবানলকে কেয়ামতের সঙ্গে তুলনা করছে স্থানীয় গণমাধ্যমগুলো। এই দাবানলে লাহাইনা শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাদের অনেকেই সমুদ্রে অবস্থান করছেন।
বিবিসি জানিয়েছে, হাওয়াইয়ের বিভিন্ন অংশে অন্তত সাতটি দাবানলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মাউই অংশের লাহাইনা অঞ্চলও পুড়ছে।
মার্কিন কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়া বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, হ্যারিকেন ডোরার প্রভাবে দাবানল বিপজ্জনক ও শক্তিশালী হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীব্র বাতাসের কারণে হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।
দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে মাসখানেক সময় লাগবে বলে জানিয়েছেন হাওয়াই রাজ্যের গভর্নর লেফটেন্যান্ট সিলভিয়া লুক।
আপনার মূল্যবান মতামত দিন: