কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা চালাতে পারে রাশিয়া : যুক্তরাষ্ট্র

মুনা নিউজ ডেস্ক | ২০ জুলাই ২০২৩ ১৭:১৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


শর্ত পূরণ না করায় ইউক্রেনের সঙ্গে হওয়া কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। এমন পরিস্থিতিতে ওই সাগরে বেসামরিক জাহাজের ওপর রুশ হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাডাম হজ স্থানীয় সময় বুধবার সংবাদ সম্মেলনে বলেন, কর্মকর্তাদের কাছে তথ্য রয়েছে যে ইউক্রেনের বন্দরগুলোতে অতিরিক্ত সমুদ্র মাইন স্থাপন করেছে রাশিয়া। আমরা বিশ্বাস করি যে কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজে হামলা চালিয়ে ইউক্রেনের ওপর দায় চাপানোর একটি সমন্বিত প্রচেষ্টা এটি।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানান, কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দরমুখী সব জাহাজকে সামরিক রসদবাহী হিসেবে গণ্য করা হবে বলে ঘোষণা দিয়েছে রাশিয়া।

তিনি বলেন, আমরা এরইমধ্যে দেখেছি ইউক্রেনের শস্য রপ্তানির অন্যতম পথ ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়েছে।


সূত্র : এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: