আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প : সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল সাত দশমিক দুই। ১৫ জুলাই, রোববার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের ফলে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা–বিষয়ক সংস্থার পক্ষ থেকে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের এলাকার কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্য এ সতর্কতা দেওয়া হয়েছে।
ইউএসজিএস প্রথমে ভূমিকম্পের মাত্রা সাত দশমিক চার বললেও, পরে তা সংশোধন করে সাত দশমিক দুই করা হয়।
প্রথমে ভূমিকম্পটির কেন্দ্রস্থল মাটির ৯ দশমিক তিন কিলোমিটার বলে জানায় তারা। তবে পরে তা সংশোধন করে ৩২ দশমিক ৬ কিলোমিটার বলা হয়।
সূত্র : দ্য মিরর
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: