মিনেসোটা অঙ্গরাজ্যে ৫ বছরের শিশুকে ‘টোপ’ হিসেবে ব্যবহারের অভিযোগ

মুনা নিউজ ডেস্ক | ২৩ জানুয়ারী ২০২৬ ১৫:৪৮

সংগৃহীত সংগৃহীত

মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসীবিরোধী অভিযানের নামে পাঁচ বছর বয়সি এক শিশুকে আটকের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। লিয়াম কোনেজো রামোস নামে ওই শিশুকে বিতর্কিত অভিবাসন পুলিশ আইসিই (ICE) তার বাবার সাথে আটক করে টেক্সাসের একটি আটককেন্দ্রে পাঠিয়েছে।

শিশুটির স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে তাকে গাড়ি থেকে টেনে নামানো হয় এবং বাড়ির ভেতরে থাকা অন্য সদস্যদের খুঁজে বের করতে লিয়ামকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করেন আইসিই কর্মকর্তারা।

স্কুল সুপারিনটেন্ডেন্ট জেনা স্টেনভিক ও মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনাকে অমানবিক বলে অভিহিত করেছেন। পরিবারটির আইনজীবীর মতে, ইকুয়েডর থেকে আসা এই পরিবারটি বৈধভাবে আশ্রয়ের আবেদন করে সব নিয়ম মেনেই বসবাস করছিল। তবে আইসিই এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, শিশুটির বাবা পালানোর চেষ্টা করলে তারা কেবল শিশুটির নিরাপত্তা নিশ্চিত করেছে। ট্রাম্প প্রশাসনের গণ-নির্বাসন কর্মসূচির অংশ হিসেবে মিনেসোটায় পরিচালিত এই অভিযান নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র বিতর্ক ও বিক্ষোভ চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: