যুক্তরাষ্ট্রে ছোট আকারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছয়জনের প্রাণ গেছে। স্থানীয় সময় গতকাল শনিবার ভোরে ক্যালিফোর্নিয়ার মিউরিয়েটায় এ দুর্ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনকে (এফএএ) উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর নিশ্চিত করেছে।
ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে থাকা ছয় আরোহীর মরদেহ দুর্ঘটনাস্থলে পাওয়া গেছে।
উড়োজাহাজটি স্থানীয় সময় ভোর সোয়া চারটায় নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসের হ্যারি রেইড ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল উল্লেখ করে এফএএ জানায়, সান দিয়েগো শহরের প্রায় ৬৫ মাইল উত্তরে সেটি বিধ্বস্ত হয়।
উড়োজাহাজটি যেখানে আছড়ে পড়ে, আগুনে সেখানকার প্রায় এক একর জায়গার গাছপালা ধ্বংস হয়েছে। পরে আগুন নেভানো হয়।
নিহত আরোহীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) ও এফএএ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে।
আপনার মূল্যবান মতামত দিন: