ফাইল ছবি
প্রতিদ্বন্দ্বী রাশিয়া ও চীনকে নিয়ে নতুন ‘সুপারক্লাব’ বা জোট গড়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোর-৫ নামে এই জোটে থাকবে ভারত এবং জাপানও। সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি আসেনি পাঁচ দেশের তরফ থেকে।
সংবাদমাধ্যম ‘পলিটিকো’ তাদের প্রতিবেদনে দাবি করেছে, গত সপ্তাহে হোয়াইট হাউস জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে এই জোটের ইঙ্গিত রয়েছে। এর মাধ্যমে ইউরোপ নিয়ন্ত্রিত বিদ্যমান জোট জি৭ এবং গণতন্ত্র ও সম্পদের ওপর ভিত্তি করে গঠিত অন্যান্য ঐতিহ্যবাহী জোটগুলোকে এড়িয়ে যাওয়া হবে।
এনডিটিভির রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত কৌশলে একটি ‘কোর ফাইভ’ বা সি-৫ ফোরাম গঠনের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া থাকবে চীন, রাশিয়া, ভারত ও জাপান। জি৭-এর মতো এই জোটও নির্দিষ্ট বিষয়ে শীর্ষ সম্মেলন করবে। প্রস্তাবিত কোর-৫ এজেন্ডার প্রথম বিষয়টি হবে– মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বিশেষত ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের স্বাভাবিকীকরণ।
পলিটিকো বলছে, হোয়াইট হাউস এরই মধ্যে এই নথির অস্তিত্ব অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি হান্না কেলি জোর দিয়ে বলেছেন, ৩৩ পৃষ্ঠার এই সরকারি পরিকল্পনার কোনো বিকল্প, ব্যক্তিগত বা গোপন সংস্করণ নেই। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, কোর-৫-এর ধারণাটিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তাভাবনার একটি ছাপ রয়েছে। ফলে এই জোটের পরিকল্পনা তাঁর মস্তিষ্কপ্রসূত হলেও হতে পারে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সময় দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলে ইউরোপীয় বিষয়ক পরিচালক হিসেবে কাজ করা টরি টসিগ বলেন, এই জোটের ধারণা প্রেসিডেন্ট ট্রাম্প কীভাবে বিশ্বকে দেখেন তাঁর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁর এই দৃষ্টিভঙ্গি অ-আদর্শবাদী, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী খেলোয়াড়দের প্রতি সহানুভূতিশীল এবং অন্যান্য বৃহৎ শক্তিগুলোর সঙ্গে সহযোগিতা করার প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোর-৫-এ ইউরোপের কোনো স্থান নেই। আমি মনে করি, এই পরিকল্পনা ইউরোপীয়দের বিশ্বাস করাবে যে, এই মার্কিন প্রশাসন রাশিয়াকে ইউরোপে তার প্রভাব বিস্তার করতে সক্ষম একটি প্রভাবশালী শক্তি হিসেবে দেখছে।
প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় রিপাবলিকান সিনেটর টেড ক্রুজের সহকারী হিসেবে কাজ করা মাইকেল সবোলিক বলেন, প্রথম ট্রাম্প প্রশাসন বৃহৎ শক্তি প্রতিযোগিতার ধারণায় বিশ্বাসী ছিল এবং এভাবেই আমরা চীনের সঙ্গে সম্পর্ককে কাঠামোবদ্ধ এবং আলোচনা করতাম। কিন্তু কোর-৫ জোট গঠন হলে তা হবে চীন নীতি থেকে এক বিশাল প্রস্থান।
আপনার মূল্যবান মতামত দিন: