সিরিয়ায় সাধারণ নির্বাচন সেপ্টেম্বরে : অফিসিয়াল ঘোষণা

মুনা নিউজ ডেস্ক | ২৮ জুলাই ২০২৫ ১০:৪০

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

এ বছরের সেপ্টেম্বরে সিরিয়ায় সাধারণ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন বিভাগ। এই কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল আহমাদ রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানাকে বলেছেন, নির্বাচন ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, গত ডিসেম্বরে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের প্রথম কোনো নির্বাচন করতে যাচ্ছে দেশটি। বর্তমানে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। তবে পার্লামেন্টে ২১০টি আসনের এক তৃতীয়াংশ শারা কর্তৃক নিযুক্ত করা হবে। আর বাকি আসনগুলোতে নির্বাচিত প্রতিনিধিরা আসবে।

সম্প্রতি সিরিয়ার নির্বাচন কমিটির আরেক সদস্য হাসান আল দাঘিম ইরেম নিউজকে বলেছেন, দেশের প্রতিটি প্রদেশে নির্বাচনী কলেজ স্থাপন করা হবে, সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে প্রার্থীরা পার্লামেন্টে আসবেন।

মার্চে অস্থায়ী সংবিধানে সই করেন বর্তমান প্রেসিডেন্ট আল শারা। সেখানে বলা হয়েছে, পার্লামেন্ট নির্বাচন ও চূড়ান্ত সংবিধান প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন কমিটি এ বিষয়ে দেখভাল করবে। যাতে কয়েক বছর সময় লাগতে পারে। নির্বাচনের ঘোষণা এমন এক সময়ে এলো যখন দেশটির দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়েছে। যা নিয়ে দেশটির রাজনীতিতে বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে। ওই সহিংসতায় কয়েকশ মানুষ নিহত হয়েছেন। এতে দেশটির যুদ্ধপরবর্তী সময়ে ভঙ্গুর পরিস্থিতি তৈরি করেছে।

দুই সপ্তাহ আগে দক্ষিণাঞ্চলীয় শহরে অপহরণ নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে বেদুইন এবং দ্রুজ সম্প্রদায়। পরে সরকারি হস্তক্ষেপে এই সংঘাতের অবসান হলেও এখনও উত্তেজনা বিরাজ করছে। বলা হচ্ছে, সরকারি বাহিনী দ্রুজ সম্প্রদায়ের বেশ কয়েকজন সৈন্যকে হত্যা করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে বেসামরিক লোকজনের ঘরবাড়িতে অগ্নিকাণ্ড এবং লুটপাট চালানোর অভিযোগও রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: