
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করা সংক্রান্ত আইনে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আইএইএকে আর কোনো সহযোগিতা করবে না ইরান। এমনিতেই গত মাসে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরান ও জাতিসংঘের এই সংস্থার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল।
এ খবর দিয়ে বুধবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করা সংক্রান্ত আইন কার্যকর করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ১৩ই জুন আকস্মিকভাবে ইরানে হামলা করে ইসরাইল। এরপর যুক্তরাষ্ট্র তাতে যুক্ত হয়।
এসব হামলার কথা উল্লেখ করে এক সপ্তাহ আগে আইএইএ’র সঙ্গে সহযোগিতা বন্ধ করা সংক্রান্ত বিল দেশটির পার্লামেন্ট পাস করে। পার্লামেন্টের রেজ্যুলুশন অনুযায়ী, ইরানের সুপ্রিম জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন ছাড়া পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে পারবেন না আইএইএ’র পরিদর্শকরা।
এ বিষয়ে আইএইএ বলেছেন, এ সম্পর্কে আমরা অবহিত। ইরান থেকে পরবর্তী অফিসিয়াল তথ্যের জন্য অপেক্ষা করছে আইএইএ। এ সপ্তাহের শুরুর দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে ইরানে স্বাগত জানানো হবে না বলে জানিয়ে দেন। এর কারণ, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন তিনি। এ জন্য তার কড়া সমালোচনা করেছেন ইরানি নেতারা।
একই সঙ্গে ১২ই জুন আইএইএ পরিচালনা পরিষদ তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করে। তাতে বলা হয়, পারমাণবিক বাধ্যবাধকতা মানছে না তেহরান। এর সমালোচনা করে ইরানি কর্মকর্তারা বলেন, ১৩ই জুন শুরু হওয়া ইসরাইলি হামলায় অজুহাত হিসেবে ব্যবহার করা হয় ওই রেজ্যুলুশন।
আপনার মূল্যবান মতামত দিন: