ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ২০ জুন, মঙ্গলবার এক শহীদের বোনের বিয়ে পড়িয়েছেন। হজরত আলী (আ.) ও হজরত ফাতিমা (রা.)'র বিয়ে বার্ষিকী উপলক্ষে তিনি শহীদ পরিবারের ঐ সদস্যের বিয়ে পড়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য দিয়েছে।
এ সময় তিনি বলেন, নব দম্পতির জন্য দোয়া করছি তাদের দাম্পত্য জীবন যাতে আনন্দময় হয়। তিনি আরও বলেন, দোয়া করি তারা যাতে পরস্পরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে এবং সততার সঙ্গে সুখ-স্বাচ্ছদ্যে জীবন অতিবাহিত করতে পারে।
শহীদ পরিবারের পক্ষ থেকে বিয়ে পড়ানোর অনুরোধ করার পর সর্বোচ্চ নেতা তাতে রাজি হন এবং ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে তাদের বিয়ের আয়োজন করা হয়।
সর্বোচ্চ নেতার দোয়ার মাধ্যমে এই বন্ধনের সূচনা হওয়ায় নবদম্পতি সন্তোষ প্রকাশ করেন এবং সর্বোচ্চ নেতাকে ধন্যবাদ জানান।
সূত্র : ইরনা
আপনার মূল্যবান মতামত দিন: