নিজস্ব প্রযুক্তির এআই প্লাটফর্ম উন্মোচন করলো ইরান

মুনা নিউজ ডেস্ক | ২৩ মার্চ ২০২৫ ২২:০২

প্রতীকী ছবি প্রতীকী ছবি

ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট হোসেইন আফশিনের অংশগ্রহণে শনিবার তেহরানে ইরানের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মের প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছে।

উন্মোচন অনুষ্ঠানে হোসেইন আফশিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে প্রধান অবকাঠামো হিসেবে একটি জাতীয় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা দেশে এই প্রযুক্তির অগ্রগতির জন্য সবচেয়ে মৌলিক এবং অপরিহার্য পদক্ষেপগুলির মধ্যে একটি।

২০২৩ সালের অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক এবং বিশেষজ্ঞদের একটি দলের সহায়তায় ইরানের বিজ্ঞান, প্রযুক্তি এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি বিষয়ক ভাইস-প্রেসিডেন্সি এই উদ্যোগকে সহায়তা করে আসছে।



আপনার মূল্যবান মতামত দিন: