বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান যাচাইকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সর্বশেষ তথ্যানুযায়ী, শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা থেকে ১২ টার মধ্যে ঢাকার স্কোর ২১৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এই প্রতিবেদন লেখার সময়ে সবচেয়ে অস্বাস্থ্যকর বায়ুমান রয়েছে উগান্ডার কামপালাতে। সেখানকার স্কোর ২৮৫। ২৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের রাজধানী কায়রো। এরপর রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২৪০। ২১৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। সেখানের স্কোর এসেছে ১৯৩, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, বিভিন্ন সূচক যাচাই করে বায়ুমানের স্কোর করে থাকে আইকিউ এয়ার। তাদের মান অনুযায়ী, কোনও স্থানের বায়ুমান স্কোর ০ থেকে ৫০ থাকলে ‘ভালো’, ৫১ থেকে ১০০ থাকলে ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর বায়ুমান স্কোর ৩০০ অতিক্রম করলে সেটা ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ বলে তালিকাভুক্ত করা হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, খুবই অস্বাস্থ্যকর তালিকায় রয়েছে ঢাকাসহ চারটি শহর।
আপনার মূল্যবান মতামত দিন: