01/11/2025 ঢাকা এখন "খুবই অস্বাস্থ্যকর" শহরের মধ্যে চতুর্থ
মুনা নিউজ ডেস্ক
১০ জানুয়ারী ২০২৫ ১৬:১২
এই প্রতিবেদন লেখার সময়ে সবচেয়ে অস্বাস্থ্যকর বায়ুমান রয়েছে উগান্ডার কামপালাতে। সেখানকার স্কোর ২৮৫। ২৭০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসরের রাজধানী কায়রো। এরপর রয়েছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২৪০। ২১৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। সেখানের স্কোর এসেছে ১৯৩, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত।
উল্লেখ্য, বিভিন্ন সূচক যাচাই করে বায়ুমানের স্কোর করে থাকে আইকিউ এয়ার। তাদের মান অনুযায়ী, কোনও স্থানের বায়ুমান স্কোর ০ থেকে ৫০ থাকলে ‘ভালো’, ৫১ থেকে ১০০ থাকলে ‘মোটামুটি’, ১০১ থেকে ১৫০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর বায়ুমান স্কোর ৩০০ অতিক্রম করলে সেটা ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ বলে তালিকাভুক্ত করা হয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, খুবই অস্বাস্থ্যকর তালিকায় রয়েছে ঢাকাসহ চারটি শহর।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.