আজ থেকে শুরু মুনা’র ৬ষ্ঠ কনভেনশন ২০২৩

মুনা নিউজ ডেস্ক | ১৯ আগস্ট ২০২৩ ০২:৩৯

আজ থেকে শুরু মুনা’র ৬ষ্ঠ কনভেনশন ২০২৩ আজ থেকে শুরু মুনা’র ৬ষ্ঠ কনভেনশন ২০২৩


আজ থেকে শুরু হচ্ছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) ৩দিন ব্যাপী ৬ষ্ঠ কনভেনশন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে আগামী ৩দিন অনুষ্ঠিত হবে এবারের মুনা কনভেনশন-২৩।

এবারের কনভেনশনে ডঃ মাওলানা মিজানুর রহমান আজহারীসহ থাকছেন একশত বিশিষ্ট আলোচকবৃন্দ। এছাড়াও কনভেনশনে ২৪-২৫ হাজার ডেলিগেটদের উপস্থিতির প্রত্যাশা রয়েছে।

‘আল-কুরআন গাইডেন্স ফর হিউম্যানিটি’ এই স্লোগানকে সামনে রেখে এবারের কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। এতে মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করছেন মুনা’র আয়েজকগন। 

এবারের কনভেনশনে দিকনির্দেশনা-সংবলিত আলোচনা রাখবেন প্রায় একশত বিশ্বখ্যাত আলোচকবৃন্দ। ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় আলোচকগণ আলোচনা করবেন।

সম্মেলনে প্রতিবারের মতো এবারও রয়েছে কুরআন ও নাশিদ প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ইসলামি পণ্য ও অন্যান্য সামগ্রীর দোকান নিয়ে বিশাল বাজার। শিশুদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান ‘লার্ন এন্ড ফান’ এবং বিভিন্ন খেলাধুলার জন্য ২০/২২টি রাইডের ব্যবস্থা আছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: