04/19/2025 আজ থেকে শুরু মুনা’র ৬ষ্ঠ কনভেনশন ২০২৩
মুনা নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৩ ১৬:৩৯
আজ থেকে শুরু হচ্ছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার (মুনা) ৩দিন ব্যাপী ৬ষ্ঠ কনভেনশন। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে আগামী ৩দিন অনুষ্ঠিত হবে এবারের মুনা কনভেনশন-২৩।
এবারের কনভেনশনে ডঃ মাওলানা মিজানুর রহমান আজহারীসহ থাকছেন একশত বিশিষ্ট আলোচকবৃন্দ। এছাড়াও কনভেনশনে ২৪-২৫ হাজার ডেলিগেটদের উপস্থিতির প্রত্যাশা রয়েছে।
‘আল-কুরআন গাইডেন্স ফর হিউম্যানিটি’ এই স্লোগানকে সামনে রেখে এবারের কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। এতে মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আশা করছেন মুনা’র আয়েজকগন।
এবারের কনভেনশনে দিকনির্দেশনা-সংবলিত আলোচনা রাখবেন প্রায় একশত বিশ্বখ্যাত আলোচকবৃন্দ। ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় আলোচকগণ আলোচনা করবেন।
সম্মেলনে প্রতিবারের মতো এবারও রয়েছে কুরআন ও নাশিদ প্রতিযোগিতা। পাশাপাশি থাকছে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ইসলামি পণ্য ও অন্যান্য সামগ্রীর দোকান নিয়ে বিশাল বাজার। শিশুদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান ‘লার্ন এন্ড ফান’ এবং বিভিন্ন খেলাধুলার জন্য ২০/২২টি রাইডের ব্যবস্থা আছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.