শহীদ হাদী হত্যার বিচারের দাবিতে লস অ্যাঞ্জেলেসে স্মারকলিপি প্রদান

মুনা সাংগঠনিক ডেস্ক | ২১ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৩

ছবি : হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে  কনস্যুলেট জেনারেল কাজী মোঃ জাবেদ ইকবালকে স্মারকলিপি প্রদান ছবি : হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে কনস্যুলেট জেনারেল কাজী মোঃ জাবেদ ইকবালকে স্মারকলিপি প্রদান

ওয়েস্ট জোন নিউজ ডেস্ক: বাংলাদেশ কনস্যুলেট অফিস, লস অ্যাঞ্জেলেসে হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ (এইচআরডিবি)-এর পক্ষ থেকে শহীদ শরীফ উসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি মাননীয় কনস্যুলেট জেনারেল কাজী মোঃ জাবেদ ইকবালের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাবর প্রেরণ করা হয়।

ছবি : হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে  কনস্যুলেট জেনারেল কাজী মোঃ জাবেদ ইকবালকে স্মারকলিপি প্রদান

এ সময় উপস্থিত ছিলেন এইচআরডিবি ক্যালিফোর্নিয়ার ডিরেক্টর ওয়াজেদ হাসান জাবেদ, প্রকৌশলী মুহাম্মদ ইসমাঈল হোসাইন, আল-কোরআন একাডেমি লস অ্যাঞ্জেলেস-এর প্রিন্সিপাল মাওলানা মোঃ ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুর রহমানসহ প্রবাসী কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি : হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে  কনস্যুলেট জেনারেল কাজী মোঃ জাবেদ ইকবালকে স্মারকলিপি প্রদান

স্মারকলিপিতে বক্তারা শহীদ শরীফ উসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।



আপনার মূল্যবান মতামত দিন: