একটি ধ্রুব বিজয়ের জন্য - মতিউর রহমান মল্লিক

মুনা নিউজ ডেস্ক | ২৭ মে ২০২৩ ০৮:৪১

একটি ধ্রুব বিজয়ের জন্য - মতিউর রহমান মল্লিক : সংগৃহীত ছবি একটি ধ্রুব বিজয়ের জন্য - মতিউর রহমান মল্লিক : সংগৃহীত ছবি

 

একটি ধ্রুব বিজয়ের জন্য - মতিউর রহমান মল্লিক


একটি ধ্রুপদ বিজয় আমার ভেতরে আগুনের মতো উস্কে দিয়েছে

অনেক অনেক ধ্রুব বিজয়ের নেশাগ্রস্ততা

অথবা নেশারও অধিক এক উদগ্র অতৃপ্তি

তাছাড়া আমার কেবলই মনে হয় যে

একটি ধ্রুপদ বিজয়ই প্রথম বিজয় নয় কিংবা শেষ বিজয়ও হতে পারে না

প্রভাত কি একবারই হয়?

সূর্য কি একবারই ওঠে?

জেয়ার কি একবারই আসে?

মূলত একটি অকাট্য বিজয় মানে হচ্ছে অসংখ্য বিজয়ের নাম-ভূমিকা

না হয় তারও আগের শুদ্ধতম পরিকল্পনাসমূহের একেকটি অবিশ্রান্ত খসড়া

যেমন কোথাও যেতে হলে মানচিত্রের খুবই দরকার হয়ে পড়ে

তার মানে এই নয় যে ইতিহাসের একেবারেই কোনো প্রয়োজন নেই

বিভীষণ কিংবা মীর জাফরের কথা সম্পূর্ণ আলাদা

অর্থাৎ তারাও তাদের সাঙ্গাতদের নিয়ে

একদা উপদ্রুত উৎসবে মেতে উঠেছিলো

বস্তুত একটি ধ্রুব বিজয়ের জন্যে এখন আমি

এক সিরাজুদ্দৌলা ছাড়া আর কাউকেই সহ্য করতে পারছি না।

 



আপনার মূল্যবান মতামত দিন: