
পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী জেলা বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ফুলতলী সীমান্তে বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
আহতরা হলেন- নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী এলাকার মো. হোসেনের ছেলে আলি হোসেন (৩৬) ও লেমুতলী নামক এলাকায় স্থানীয় বাসিন্দা জাফর আলমের ছেলে আরিফ উল্লাহ (৩২) ও দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড লেম্বুছড়ির বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম রাসেল (২৫)। এতে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ''মাইন বিস্ফোরণে আহত তিন জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা সীমান্তে কী করতে গিয়েছিল সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।"
তবে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক স্থানীয়দের বরাতে সাংবাদিকদের বলেন, সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত এলাকায় মিয়ানমার অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গেলে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হন।
আপনার মূল্যবান মতামত দিন: