বৈশ্বিক ক্ষুধা সূচকে পিছিয়েছে বাংলাদেশ

মুনা নিউজ ডেস্ক | ১১ অক্টোবর ২০২৪ ১৭:০৮

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বৈশ্বিক ক্ষুধা সূচকে অবনতি ঘটেছে বাংলাদেশের। গত বছরের ৮১তম থেকে পিছিয়ে এবার ৮৪তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশে ক্ষুধার মাত্রা মধ্যম পর্যায়ের। এই সূচক প্রকাশ করেছে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স।

বিশ্ব ক্ষুধা সূচকে ২০২৩ সালে ১৯ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৮১তম। তবে এবার ১৯.৪ স্কোর নিয়ে ১২৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। যদিও ২০১৬ সালে বাংলাদেশের স্কোর ছিল ২৪.৭।

সূচক বলছে, বাংলাদেশে এখনও অপুষ্টির শিকার ১১.৯ শতাংশ মানুষ। অপুষ্টির কারণে পাঁচ বছরের কম বয়সী ২৩.৬ শতাংশ শিশুর বয়স অনুপাতে উচ্চতা বাড়ছে না। অন্যদিকে ২.৯ শতাংশ শিশু তার পাঁচ বছর হওয়ার আগেই মারা যাচ্ছে।

সূচকের তথ্যমতে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা শ্রীলঙ্কার অবস্থান ৫৬তম। অন্যদিকে নেপালের অবস্থান ৬৮তম। এরপরেই বাংলাদেশের অবস্থান।

দেখা যাচ্ছে, ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। সূচকে ভারতের অবস্থান ১০৫তম এবং পাকিস্তান রয়েছে ১০৯তম অবস্থানে।

বিশ্বের ৬টি দেশ- সোমালিয়া, ইয়েমেন, দক্ষিণ সুদান, বুরুন্ডি, শাদ, মাদাগাস্কারে ক্ষুধার মাত্রা উদ্বেগজনক। অন্যদিকে বিশ্বের ৩৬টি দেশে ক্ষুধার মাত্রা গুরুতর পর্যায়ে রয়েছে। তবে ২২টি দেশে ক্ষুধার মাত্রা একেবারেই নিম্ন পর্যায়ে।



আপনার মূল্যবান মতামত দিন: