বাংলাদেশে লঞ্চ দুর্ঘটনায় নিহত ৫

মুনা নিউজ ডেস্ক | ১৪ এপ্রিল ২০২৪ ১১:১৫

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার সদরঘাটে এক লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের দড়ি ছিঁড়ে পাঁচ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।

ঈদের দিন বিকেলে সদরঘাটের ১১ নম্বর পন্টুনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ বাঁধা ছিল। বেলা তিনটার কিছুক্ষণ আগে এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান-৬ নামের আরেকটি লঞ্চকে পন্টুনে ঢোকানোর চেষ্টা করা হয়। এ সময় এমভি তাশরিফ-৪-এর রশি ছিঁড়ে পন্টুনে অপেক্ষমাণ পাঁচ যাত্রীকে আঘাত করে। এতে তাঁরা মারা যান।

পুলিশ জানায়, পাঁচ যাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় গত শুক্রবার ফারহান-৬ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার আবদুর রউফ (৫৪), দ্বিতীয় শ্রেণির মাস্টার মোহাম্মদ সেলিম হাওলাদার (৫৪), লঞ্চের পরিচালক শাহরুখ খান (৭০) এবং তাসরিফ-৪ লঞ্চের প্রথম শ্রেণির মাস্টার মিজানুর রহমান (৪৮) ও দ্বিতীয় শ্রেণির মাস্টার মো. মনিরুজ্জামানকে (২৭) গ্রেপ্তার করে আদালতে হাজির করে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের তিনজন রয়েছেন বলে পুলিশ জানায়।



আপনার মূল্যবান মতামত দিন: