২৫ রমজানের আগে বেতন-বোনাস চায় গার্মেন্টস শ্রমিকরা

মুনা নিউজ ডেস্ক | ১৫ মার্চ ২০২৪ ১৮:৫৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আগামী ২৫ রমজানের আগে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।

১৫ মার্চ শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ওই দাবি জানান শ্রমিক নেতারা। সংগঠনের সভাপতি আহমেদ সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৌরভ, সিএনজি অটোরিকশার শ্রমিক সংঘের যুগ্ম আহ্বায়ক আব্দুল হানিফ প্রমুখ।

বক্তারা বলেন, পবিত্র রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো দিশেহারা। তারা সারাদিন রোজা রাখার পর সুষম খাবার খেতে পারছে না। তাছাড়া অধিকাংশ কারখানায় এখনো শ্রমিকদের ডিউটির পরেও কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাই ২৫ রমজানের পূর্বে সব বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।

এ সময় তারা ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো-

  • রমজানের ঈদে এক মাসের মজুরির সমপরিমাণ উৎসব বোনাস প্রদানে মালিক সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।
  • বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে লোকাল গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণ করতে হবে।
  • নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুকসহ শ্রম আইন বাস্তবায়ন করতে হবে।
  • নারী শ্রমিকদের মজুরির বৈষম্য দূরীকরণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
  • রাত্রিকালীন অতিরিক্ত ডিউটির জন্য টিফিন এলাউন্স প্রদান করতে হবে।
  • বিশুদ্ধ খাবার পানি সম্পূর্ণ মালিক কর্তৃক সরবরাহ করতে হবে ও শ্রমিকদের কাছ থেকে পানির বিল কাটা বন্ধ করতে হবে।
  • কর্মক্ষেত্রের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, গণতান্ত্রিক শ্রম আইন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়ার দাবি জানান তারা।

 



আপনার মূল্যবান মতামত দিন: