11/24/2024 ২৫ রমজানের আগে বেতন-বোনাস চায় গার্মেন্টস শ্রমিকরা
মুনা নিউজ ডেস্ক
১৫ মার্চ ২০২৪ ০৮:৫৭
আগামী ২৫ রমজানের আগে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাসসহ সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা পোশাক প্রস্তুতকারী শ্রমিক সংঘ।
১৫ মার্চ শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ওই দাবি জানান শ্রমিক নেতারা। সংগঠনের সভাপতি আহমেদ সুজনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সহ-সভাপতি খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৌরভ, সিএনজি অটোরিকশার শ্রমিক সংঘের যুগ্ম আহ্বায়ক আব্দুল হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো দিশেহারা। তারা সারাদিন রোজা রাখার পর সুষম খাবার খেতে পারছে না। তাছাড়া অধিকাংশ কারখানায় এখনো শ্রমিকদের ডিউটির পরেও কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাই ২৫ রমজানের পূর্বে সব বকেয়াসহ বেতন ও বোনাস পরিশোধ করতে হবে।
এ সময় তারা ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো-
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.