ঢাবির দেয়ালে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান

মুনা নিউজ ডেস্ক | ২৪ সেপ্টেম্বর ২০২৩ ০৪:০০

ঢাবির দেয়ালে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান : সংগৃহীত ছবি ঢাবির দেয়ালে ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগান : সংগৃহীত ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি করেছে ঢাবি শাখা ছাত্রদল। ২৩ সেপ্টেম্বর, শনিবার রাতে ডাকসুর সাবেক জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিকের নেতৃত্বে এ গ্রাফিতি করা হয়েছে বলে জানা গেছে।

ঢাবির মধুর ক্যান্টিন ছাড়াও ডাকসু ক্যাফেটেরিয়া, কলা ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ২০টির বেশি গ্রাফিতি করেছে তারা। এ সময় ঢাবি শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. আল আমিনসহ বিভিন্ন হল শাখার নেতারা উপস্থিত ছিলেন।

গ্রাফিতিগুলোতে খালেদা জিয়ার স্লোগান “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, তারেক রহমানের স্লোগান “টেক ব্যাক বাংলাদেশ/ঘুড়ে দাঁড়াও বাংলাদেশ” এবং “তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে” লিখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, গ্রাফিতি ছাত্ররাজনীতির একটি সৃজনশীল কর্মকাণ্ড। সন্ত্রাসের কলবরের বিনাশ ঘটিয়ে, স্বাধীন চিন্তাশক্তিতে বেড়ে ওঠা যুবকের বাসযোগ্য নগরী, মুক্তচিন্তা চর্চার ক্যাম্পাস এবং শিক্ষার্থীবান্ধব রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদল পেশিশক্তি নয় সৃজনশীলতাকেই ধারণ করে।



আপনার মূল্যবান মতামত দিন: