নিরাপত্তা সংলাপে বসেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

মুনা নিউজ ডেস্ক | ৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৯

নিরাপত্তা সংলাপে বসেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : সংগৃহীত ছবি নিরাপত্তা সংলাপে বসেছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র : সংগৃহীত ছবি


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ চলছে। ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশের রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মিরা রেজনিক। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্র ইন্দো-প্যাসিফিক, আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা, শান্তিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনকে গুরুত্ব দেবে। আর বাংলাদেশ প্রাধান্য দেবে কৌশলগত অগ্রাধিকার, প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকি হয়ে ওঠা রোহিঙ্গা ইস্যু। একই সঙ্গে বাংলাদেশ র্যাবের ওপর আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য ফের আহ্বান জানাতে পারে।

২০২২ সালের এপ্রিলে দু ‘দেশের মধ্যে অষ্টম নিরাপত্তা সংলাপ হয়। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ওই সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আমেরিকান আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স।

এদিকে, গত ২৩-২৪ আগস্ট ঢাকায় দু’দেশের সামরিক প্রতিনিধিদের মধ্যকার প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। ওই দুই সংলাপেই দুই দেশ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) নিয়ে আলোচনা হয়। নবম নিরাপত্তা সংলাপে ওই আলোচনার অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আমেরিকার ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক গতকাল সফরের প্রথম দিনে ঢাকার আমেরিকান দূতাবাস ও ইউএসএআইডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিকেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। আমেরিকান দূতাবাসে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন এবং চ্যানেল আইর টকশো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, আজ সংলাপের পর মিরা রেজনিক বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: