নিউজিল্যান্ডে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ

মুনা নিউজ ডেস্ক | ৪ জুলাই ২০২৩ ০০:৪৬

নিউজিল্যান্ডে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ নিউজিল্যান্ডে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ

 

বাজারে প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড। শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এখন থেকে দেশটিতে কাঁচা বাজার, ফলমূল ও শাকসবজি বহনের জন্য পাতলা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না।

২০১৯ সালে দেশটিতে প্লাস্টিকের মোটা ব্যাগ নিষিদ্ধ করা হয়। এরপর থেকে বেশিরভাগ লোক নিজস্ব ব্যাগ নিয়ে বাজার করতে যান। সাম্প্রতিক সময়ে বিশ্বের অনেক দেশ প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করেছে বা এর ওপর ফি ধার্য করেছে।

দেশটির পরিবেশমন্ত্রী রাচেল ব্রুকিং বলেছেন, নিউজিল্যান্ড অনেক বেশি প্লাস্টিক বর্জ্য উৎপাদন করে। ২০১৯ সালে প্লাস্টিকের মোটা ব্যাগের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। এরপর থেকে এ পর্যন্ত এক বিলিয়নেরও বেশি ব্যাগ ব্যবহার রোধ করা গেছে।


নতুন পদক্ষেপটি প্রতি বছর ১৫০ মিলিয়ন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার রোধ করবে বলে আশা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: