১২ দিন বিরতির পর কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

মুনা নিউজ ডেস্ক | ৩ জুলাই ২০২৩ ০৪:১৪

১২ দিন বিরতির পর কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা ১২ দিন বিরতির পর কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা

 

রাশিয়া কিয়েভে আবারও ড্রোন হামলা শুরু করেছে বলে দাবি করেছে ইউক্রেন। ১২ দিন বিরতির পর নতুন করে এই হামলা শুরু হলো।
রোববার দেশটির এক সামরিক কর্মকর্তা এ দাবি করেন। খবর রয়টার্সের

ইউক্রেনের ওই সামরিক কর্মকর্তা জানান, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রাথমিকভাবে রাশিয়ার হামলা প্রতিহত করেছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান কর্নেল জেনারেল সের্হি পপকো টেলিগ্রাম চ্যানেলে করা এক পোস্টে বলেছেন, ‘কিয়েভে আরেকটি শত্রু আক্রমণ’।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য নেই।’

রয়টার্স জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো শব্দ শুনতে পেয়েছে। তবে হামলার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

কিয়েভের স্থানীয় সময় রাত ২টার পর রাজধানী এবং মধ্য ও পূর্ব ইউক্রেনীয় অঞ্চলে প্রায় এক ঘণ্টার জন্য বিমান হামলার সতর্কতা জারি ছিল।

 



আপনার মূল্যবান মতামত দিন: