
ইউরোপের দেশ পর্তুগালে এবার বোরকা ও নিকাব নিষিদ্ধ করে বিল পাস করা হয়েছে। শুক্রবার দেশটি ওই বিল পাস করে।
শুক্রবার পর্তুগালের পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। নতুন এই আইনে পাবলিক স্পেসে চেহারা ঢেকে চলার প্রতি নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
সূত্র থেকে জানা যায়, এই প্রস্তাবনাটি উগ্র ডানপন্থী দল শেগা পার্টি উত্থাপন করেছে। এর বিশেষ লক্ষ্য ছিল মুসলিম নারীদের হিজাব ও নিকাবকে নিষিদ্ধ করা। নতুন এই আইন অনুযায়ী কেউ পাবলিক স্পেসে বোরকা পরে চলাফেরা করলে তাকে ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া কেউ যদি পর্দা পালনে বাধ্য করে, তাহলে তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া যাবে।
সূত্রটি আরো জানিয়েছে, তবে কেউ যদি বিমানে, উপাসনালয়ে কিংবা কূটনৈতিক পরিসরে চেহারা ঢেকে চলে, তাহলে এটাকে জরিমানার অধীনে আনা হবে না।
এখন কেবল পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা এই বিলে ভেটো দিতে পারবেন অথবা পর্যালোচনার জন্য সাংবিধানিক আদালতেও পাঠাতে পারবেন।
উল্লেখ্য, পর্তুগালের আগে থেকেই ইউরোপের বিভিন্ন দেশে বোরকা পূর্ণভাবে কিংবা আংশিকভাবে নিষিদ্ধ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডস।
আপনার মূল্যবান মতামত দিন: